একজন সেনাবাহিনীর হিজামা ট্রিটমেন্ট গ্রহণ


 সুন্নাহ_চিকিৎসা_নিন_সুস্থ_জীবন_গড়ুনঃ-


রাসুল (সা) বলেছেন জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যেসকল পন্থা অবলম্বন করে তার মধ্যে হিজামাই হল সর্ব উত্তম।(আল হাকিম হাদিস নং - ৭৪৭০) 

রাসুল সাঃ বলেছেন,"হিজামাকারী কতই না উত্তম লোক, সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে"(তিরমিজিঃ২০৫৩) 

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা.) তাঁর মাথায় হিজামা লাগিয়েছিলেন। (বুখারী হা/৫৬৯৯)

হযরত ইবনে মাসঊদ (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, মি‘রাজের রাত সম্পর্কে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন যে, এই রাতে ফিরিশতাদের যে দলের সম্মুখ দিয়েই তিনি যাচ্ছিলেন তারা বলেছেন,আপনার উম্মতকে হিজামা করতে বলুন। (তিরমিযী হা/২০৫২;)

কোন সমস্যা না থাকলেও কি হিজামা করানো যাবে?
★হ্যা, করানো যাবে। এক. এতে সুন্নাহ পালন হবে দুই. নিয়মিত সুন্নাহ হিজামা করালে চুল বৃদ্ধি পায়, চুল পড়া কমে, স্মরণশক্তি বৃদ্ধি পায়, অলসতা, অবসাদগ্রস্ততা বিদূরিত হয়, রোগজীবাণু সহজেই আক্রান্ত করতে পারে না, রক্ত পরিশুদ্ধ হয়, শরীর রোগ প্রতিরোধক্ষম হয়ে উঠে অনেকটা disease-proof এর মত।

বন্ধ্যাত্বের চিকিৎসায় হিজামা:
হিজামা করা হলে কোন বদ্ধ রক্ত থাকলে সেটা ও তার সাথে দূষিত পদার্থ শরীর থেকে বের হয়ে যায়। পুরো শরীরে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হতে পারে এবং শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হওয়ার সুযোগ পায়। স্ত্রী জননেন্দ্রিয়ে রক্ত প্রবাহ বাড়ে। ফলে শরীর যদি সঠিক পুষ্টি, ভিটামিন, মিনারেল পায় তাহলে শরীরের জন্য শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন করা সহজ হয়। সুতরাং গর্ভাশয়ের পরিচর্যায় হিজামা অনেক উপকারী হতে পারে। পুরুষের বন্ধ্যাত্ব দূর করতেও হিজামা খুব উপকারী। এটা প্রোস্টেটের সমস্যা দূর করে এবং যৌণাঙ্গের সংক্রমণ সারায়। আমরা আরও জানি যে, মানসিক উদ্বিগ্নতা গর্ভধারণের পথে বাধা সৃষ্টি করে। মানসিক চাপ, কষ্ট, উদ্বিগ্নতা, বিষন্নতা থেকে মুক্তি পেতে এবং উর্বরতার মাত্রা বাড়াতে হিজামা চিকিৎসার শরণাপন্ন হওয়া যায়। তাই বলা যায় হিজামা ও গর্ভধারণ ঘনিষ্ঠভাবে জড়িত এবং হিজামা শরীরকে গর্ভধারণের জন্য উপযোগী হতে সাহায্য করে। হিজামা ও গর্ভাবস্থা গর্ভধারণে সাহায্য করলেও গর্ভাবস্থায় এটা চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয় না অনেক সময়। তবে গর্ভবতী নারীরা তাদের অন্য কোন শারীরিক সমস্যার চিকিৎসায় এর সাহায্য নিতে পারেন। গর্ভধারণের উদ্দেশ্যে কখন হিজামা করানো হয় হিজামা চিকিৎসকরা গর্ভধারণের উদ্দেশ্যে মাসিকের ২য় ও ৩য় দিনে হিজামা করান। বন্ধ্যাত্ব দূর করতে হিজামা বিভিন্নভাবে সাহায্য করে। এটা থাইরয়েডের সমস্যা সারাতে পারে ও ফ্যালোপিয়ান টিউবের ব্লক দূর করতে পারে। লিউটেয়াল ফেজ-এ (Luteal phase) ত্রুটি থাকার কারণে গর্ভধারণে দেরী হতে পারে, হিজামা এটাও দূর করতে পারে। অনেকসময় অনিয়মিত মাসিকের কারণে বন্ধ্যাত্ব ঘটে। মাসিকের ব্যথা ও অনিয়মিত মাসিকের সমস্যা দূর করতেও হিজামা সাহায্য করতে পারে। 
নাইজেরিয়ার একটা কেস স্টাডি, রিসার্চ না। বাকি সবকিছু নর্মাল একজন ৩২ বছরের পুরুষ ৭ বছর প্রটেকশন ছাড়া মিলন করেও সন্তান হচ্ছে না।হাসপাতালে তাকে বন্ধ্যা হিসেবে শনাক্তও করে দেওয়া হয়েছে। গবেষকরাও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা আবার করিয়ে অন্য কোনো অসুখ পাওয়া গেল না, মানে
লোকটি primary infertility-র রোগী। তার বীর্য পরীক্ষা করে সবগুলো মানই স্বাভাবিকের চেয়ে বেশ কম পাওয়া গেল। এবার তাকে মাসে ২ বার হিজামা করানো
হলো, তার স্ত্রীকে মাসে একবার—এভাবে দুই মাস। দুইমাস পর বীর্যের সবগুলো প্যারামিটার স্বাভাবিক হয়ে গেল। দ্রুতপতনের সমস্যা ছিল, ঠিক হয়ে গেল। তার
স্ত্রীর hCG লেভেল স্বামীর হিজামার আগে ছিল নেগেটিভ, থেরাপির পর হলো পজেটিভ (৪৯.৫৭ mlU/ml), মানে তিনি মা হতে চললেন। 


যে_সকল_সমস্যায়_হিজামা_বেশ_উপকারীঃ
১. মাথা ব্যথা,মাইগ্রেনের ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা, হাটু ব্যথা, পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস) সহ সকল ধরনের ব্যথায়।
২. এ্যাজমা, ব্রংকাইটিস, COPD, সাইনুসাইটিস, নিউমোনিয়া, লাং ইনফেকশান।
৩. হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন।
৪. গ্যাস্ট্রাইটিস (গ্যাসের সমস্যা), বুক জ্বালা পোড়া, পেটের ব্যাথা, ফিসার, পাইলস, ফ্যাটি লিভার, IBS.
৫. এটি হেপাটাইটিস বি এর ভাইরাল লোড কমায়।
৬. ঘুমের সমস্যা, স্ট্রেস, পারকিনসন্স ডিজিজ, মানসিক সমস্যা।
৭. স্পোর্টস ইনজুরি
৮. Erectyle dysfunction, ejaculatory dysfunction, অন্যান্য যৌন সমস্যা।
৯. থাইরয়েডের সমস্যা,চুল পড়া, ব্রণ।
১০. Gout
১১. রক্তশুন্যতা, থ্যালাসেমিয়াতে আয়রন ওভারলোড কমাতে
১২. PCOS, মাসিকের সমস্যা সহ মেয়েদের অন্যান্য সমস্যা
১৩. অস্টিওপোরোসিস, রিউমাটয়েট আর্থ্রাইটিস সহ আরও অনেক রোগে উপকারী হিজামা।
❝নিশ্চয় হিজামা চিকিৎসার মধ্যে সকল রোগের শেফা রয়েছে। তোমরা হিজামা পদ্ধতি গ্রহন কর। ❞
(কানযুল উম্মাল-২৮১১২) 

   পাবনা হিজামা এন্ড রুকইয়াহ সেন্টার 🍁.          সিরিয়াল_দিতে_অথবা_তথ্য_জানতে
          যোগাযোগ
     হিজামা থেরাপিষ্ট 
  মুফতীঃআহমাদুল্লাহ
হটলাইন:01309254526 (ইমো/হোয়াটসঅ্যাপ)
আমাদের সেন্টারের ঠিকানা:
সারদিয়ার মিশন পাড়া ।বাড়ি /হোল্ডিং নং-894
আতাইকুলা ওয়ার্ড নং-07
যাতায়াত: পাবনা/ কাশিনাথপুর থেকে গঙ্গারামপুর নেমে ভেনে চড়াডাঙ্গা মিশন পাড়া চৌরাস্তা বট গাছতলা থেকে 300 মিটার পশ্চিম দিকে “খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা” সংলগ্ন।
#লোকেশনঃhttps://maps.app.goo.gl/Bvnz7LdvgdePZyFv7
pabnahijamacenter@gmail.com
www.pabnahijamacenter.com
https://www.facebook.com/pabnahijamacenter?mibextid=ZbWKwL
https://youtube.com/@pabnahijamacentre?si=i-KqFPfduzkZ1Dxs
pabnahijama
hijama
Cupping


Pages